সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ
উদ্বোধন হল হেরিটেজ রেস্তোরার
পেটুক বাঙ্গালীর ভূরিভোজ উৎসবের আর মাত্র কিছু দিন বাকি কারন দোরগরায় কড়া নাড়ছে ১লা বৈশাখ। নববর্ষে খাদ্য রসিক বাঙালির জন্য দক্ষিন কলকাতায় হেরিটেজ ক্যাফে নিয়ে এল তাদের রেস্তোরাঁ। পয়লা বৈশাখ উপলক্ষ্যে কম দামে বিভিন্ন খাবারের থালি নিয়ে হাজির হেরিটেজ ক্যাফে। শুধু বাঙালি খাওয়ার নয় পাশাপাশি আছে পচ্ছন্দের চাইনিজ ও কন্টিন্যান্টাল খাবারের সমাহার। রেস্তোরাঁর কর্ণধার মৌসুমি জানালেন ""মুদিলায়ি ও রবীন্দ্র সরোবর মেট্রোসংলগ্ন এই ক্যাফেটি হয়েছে কলকাতার খাদ্য রসিক মানুষের সুবিধার্থে। আমরা চেষ্টা করি সব থেকে উণ্ণত খাবাব পরিবেশন করার "।
উদ্বোধন হল হেরিটেজ রেস্তোরার
পেটুক বাঙ্গালীর ভূরিভোজ উৎসবের আর মাত্র কিছু দিন বাকি কারন দোরগরায় কড়া নাড়ছে ১লা বৈশাখ। নববর্ষে খাদ্য রসিক বাঙালির জন্য দক্ষিন কলকাতায় হেরিটেজ ক্যাফে নিয়ে এল তাদের রেস্তোরাঁ। পয়লা বৈশাখ উপলক্ষ্যে কম দামে বিভিন্ন খাবারের থালি নিয়ে হাজির হেরিটেজ ক্যাফে। শুধু বাঙালি খাওয়ার নয় পাশাপাশি আছে পচ্ছন্দের চাইনিজ ও কন্টিন্যান্টাল খাবারের সমাহার। রেস্তোরাঁর কর্ণধার মৌসুমি জানালেন ""মুদিলায়ি ও রবীন্দ্র সরোবর মেট্রোসংলগ্ন এই ক্যাফেটি হয়েছে কলকাতার খাদ্য রসিক মানুষের সুবিধার্থে। আমরা চেষ্টা করি সব থেকে উণ্ণত খাবাব পরিবেশন করার "।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment