সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ
৪৬ তম জাতীয় সচেতনতা সপ্তাহ
আইপিসিএল স্বাস্হ্য,সুরক্ষার প্রতি গুরুত্ব দিয়ে এক সপ্তাহ ব্যাপী জাতীয় সচেতনতা পালন করল আসানসোলের জেকে নগরে।৪-১০ মার্চ সচেতনতা নিয়ে বাইক সমাবেশ,পোস্টার তৈরী,স্লোগান রাইটিং প্রতিযোগীতা এবং পতাকা উত্তোলন করে নিরাপত্তা বিষয়ে শপথ নেওয়া হয়। আসানসোল ফায়ার সেফটি পক্ষ থেকে তিন জন সদস্য উপস্হিত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে বিজিতদের পুরস্কৃত করা হয়।সমাপ্তি অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শিবপুর পাওয়ার স্টেশনের শেখর পাল এবং এমএম গাইকোয়াড।
আইপিসিএল স্বাস্হ্য,সুরক্ষার প্রতি গুরুত্ব দিয়ে এক সপ্তাহ ব্যাপী জাতীয় সচেতনতা পালন করল আসানসোলের জেকে নগরে।৪-১০ মার্চ সচেতনতা নিয়ে বাইক সমাবেশ,পোস্টার তৈরী,স্লোগান রাইটিং প্রতিযোগীতা এবং পতাকা উত্তোলন করে নিরাপত্তা বিষয়ে শপথ নেওয়া হয়। আসানসোল ফায়ার সেফটি পক্ষ থেকে তিন জন সদস্য উপস্হিত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে বিজিতদের পুরস্কৃত করা হয়।সমাপ্তি অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শিবপুর পাওয়ার স্টেশনের শেখর পাল এবং এমএম গাইকোয়াড।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment