সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ
বানিজিক প্রসার বিএনআই এর মাধ্যমে
বানিজ্যে বসতি লক্ষী!সেই বানিজিক উদ্যোগকে আরো প্রসারিত করতে কলকাতায় উদ্যোগ নিয়েছে বিজনেস নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল।এই ব্র্যান্ড নেটওয়ার্ক শাখার গুরু ও বিএনআই এর ফাউন্ডার ইভান মিসনার উপস্হিত কলকাতায়। ১১ এপ্রিল বিএনআই এর কর্মকান্ড নিয়ে গ্লোব্যাল নেটওয়ার্কিং বিষয়ে একটি প্রেস মিট করা হয়। এই কনফারেন্সে উপস্থিত ছিলেন কলকাতা প্রধান ম্যাক শ্রীনিবাসন,মূরলী শ্রীনিবাসন ও রাহূল মেহততা। বিএনআই এখনো পর্যন্ত ৭৩ টি দেশে প্রায় ২২ হাজার সদস্য রয়ছে এবং ভারতে ২৭টি শহরে ১৪০০ সদস্য রয়ছে। মিঃ ইভান জানান এই গ্রুপ একটি উদ্যোগপতি এনজিও যার মাধ্যমে সদস্যদের ১ বছরের মেম্বারশিপ দেওয়া হয়। শ্রীনিবাসন জানান কলকাতায় ৪ বছর এই গ্রুপ কাজ করছে যা ৬০০ জন সদস্য।
বানিজ্যে বসতি লক্ষী!সেই বানিজিক উদ্যোগকে আরো প্রসারিত করতে কলকাতায় উদ্যোগ নিয়েছে বিজনেস নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল।এই ব্র্যান্ড নেটওয়ার্ক শাখার গুরু ও বিএনআই এর ফাউন্ডার ইভান মিসনার উপস্হিত কলকাতায়। ১১ এপ্রিল বিএনআই এর কর্মকান্ড নিয়ে গ্লোব্যাল নেটওয়ার্কিং বিষয়ে একটি প্রেস মিট করা হয়। এই কনফারেন্সে উপস্থিত ছিলেন কলকাতা প্রধান ম্যাক শ্রীনিবাসন,মূরলী শ্রীনিবাসন ও রাহূল মেহততা। বিএনআই এখনো পর্যন্ত ৭৩ টি দেশে প্রায় ২২ হাজার সদস্য রয়ছে এবং ভারতে ২৭টি শহরে ১৪০০ সদস্য রয়ছে। মিঃ ইভান জানান এই গ্রুপ একটি উদ্যোগপতি এনজিও যার মাধ্যমে সদস্যদের ১ বছরের মেম্বারশিপ দেওয়া হয়। শ্রীনিবাসন জানান কলকাতায় ৪ বছর এই গ্রুপ কাজ করছে যা ৬০০ জন সদস্য।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment