বই পাড়ায় বই মেলা
আর কিছুদিন পরে বাঙালীর নববর্ষ। এই নতুন বছরে বই পাড়ায় চতুর্থ বার বইমেলার আসর বসছে। ১১ এপ্রিল কলেজ স্কোয়ারে পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত বইমেলার সূচনা হল। এই অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্হিত ছিলেন সাহিত্যিক সমরেশ মজুমদার,নবনীতা দেব সেন,শীর্ষেন্দু মুখোপাধ্যায়,সঞ্জীব চট্টোপাধ্যায় ছাড়াও বহু বিশিষ্টরা এবং বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মেয়র শোভন চট্টোপাধ্যায়,গিল্ড সভাপতি সুধাংশু দে,ত্রিদীব চ্যাটার্জী। শিক্ষামন্ত্রীর কাছে ঐতিহ্যবাহী বই পাড়ার নাম বদলে বই সরনি করার আবেদন জানানো হয়। তিনি বলেন মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখা হবে। বাংলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আর কিছুদিন পরে বাঙালীর নববর্ষ। এই নতুন বছরে বই পাড়ায় চতুর্থ বার বইমেলার আসর বসছে। ১১ এপ্রিল কলেজ স্কোয়ারে পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত বইমেলার সূচনা হল। এই অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্হিত ছিলেন সাহিত্যিক সমরেশ মজুমদার,নবনীতা দেব সেন,শীর্ষেন্দু মুখোপাধ্যায়,সঞ্জীব চট্টোপাধ্যায় ছাড়াও বহু বিশিষ্টরা এবং বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মেয়র শোভন চট্টোপাধ্যায়,গিল্ড সভাপতি সুধাংশু দে,ত্রিদীব চ্যাটার্জী। শিক্ষামন্ত্রীর কাছে ঐতিহ্যবাহী বই পাড়ার নাম বদলে বই সরনি করার আবেদন জানানো হয়। তিনি বলেন মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখা হবে। বাংলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment