সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ বেঙ্গল চেম্বারে বেঙ্গল লঞ্জ
আপনার কী দিন কাটে ডালহৌসির অফিস পাড়ার কর্মব্যস্ততায়?তবে কাজের ফাঁকে বা সময় পেলে সপরিবারে ঘুরে আসতে পারেন বেঙ্গল লঞ্জে। খাদ্য প্রিয় বাঙলীর লোভনীয় খাদ্যের সম্ভার নিয়ে এল ৬ বালিগঞ্জ প্লেস। ২ এপ্রিল বেঙ্গল চেম্বার কমার্সের সাথে ৬ বালিগঞ্জ প্লেস রেস্তোরা যৌথ উদ্যোগে নিজ ভবনে উদ্বোধন হল বেঙ্গল লঞ্জের। সুস্বাদু্ খাদ্যের পাশাপাশি সান্ধ্যকালীন বিক্রম ঘোষের তবলার ছন্দের স্বাদ পেল উপস্থিত প্রত্যেকে। এই বেঙ্গল লঞ্জের উদ্বোধন করেন রেস্তোরার কর্নধার রামানি ও বেঙ্গল চেম্বারের পক্ষ থেকে সুতনু রায়।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment