সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ
উদ্বোধন হল প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র
দেশের যুব স্বনির্ভরতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রপতি প্রনব মূখার্জী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র। সেইমত সারা দেশ জুড়ে এই কেন্দ্রের উন্মোচন। আমাদের রাজ্যে জেলায় জেলায় এই কেন্দ্র খুলে যাচ্ছে মানুষের সুবিধার্থে।রিটেল সেলস অ্যাসোসিয়েট, অ্যাসিট্যান্ট ইলেকট্রিসিয়ান, অটোমোটিভ
টেকনিসিয়ান, সিসিটিভি টেকনিসিয়ান ও ডাটা এন্ট্রি অপারেটরের প্রশিক্ষণ দেওয়া
হবে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে প্রথম এই কেন্দ্রের উদ্বোধন হয়।ডানকুনির পর ২ এপ্রিল নদিয়া জেলার কল্যানিতে এই কেন্দ্রের উদ্বোধন হল। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন কল্যনীর বিধায়ক রমেন্দ্র নাথ বিশ্বাস এবং সাংসদ মমতা ঠাকুর।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment