শুরু হল ইন্টিরিয়র ডিজাইনের মেগা প্রদর্শনী
অ্যাশোসিয়েশন অফ আরকিট্যাক্ট বিলডার্স ইন্টিরিয়র ডিজাইনের ২৮ এপ্রিল থেকে ৩মে পর্যন্ত এক মেগা প্রদর্শনীর আয়োজন করল। ২৮ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এবিআইডি আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন হয় অভিনেত্রী ইন্দ্রানী দত্ত ও রুক্মিনী মিত্রর মাধ্যমে। এছাড়াও ছিলেন অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অজিত জৈন,সেক্রেটারি আনন্দ গুপ্তা,জয়েন্ট সেক্রেটারি চঞ্চল ব্যানার্জী। এই প্রদর্শনিতে আটলান্টিক,ফিনেস্টা,নিটকোর মত ৬৮টি স্টল রয়ছে। প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন সেমিনার,স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম থাকছে। ইন্টিরিয়র ডিজাইনের দুনিয়ায় আরো প্রসারিত ও উন্নতি করপে এই প্রদর্শনীর আয়োজন বলে জানান এবিআইডি।
অ্যাশোসিয়েশন অফ আরকিট্যাক্ট বিলডার্স ইন্টিরিয়র ডিজাইনের ২৮ এপ্রিল থেকে ৩মে পর্যন্ত এক মেগা প্রদর্শনীর আয়োজন করল। ২৮ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এবিআইডি আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন হয় অভিনেত্রী ইন্দ্রানী দত্ত ও রুক্মিনী মিত্রর মাধ্যমে। এছাড়াও ছিলেন অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অজিত জৈন,সেক্রেটারি আনন্দ গুপ্তা,জয়েন্ট সেক্রেটারি চঞ্চল ব্যানার্জী। এই প্রদর্শনিতে আটলান্টিক,ফিনেস্টা,নিটকোর মত ৬৮টি স্টল রয়ছে। প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন সেমিনার,স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম থাকছে। ইন্টিরিয়র ডিজাইনের দুনিয়ায় আরো প্রসারিত ও উন্নতি করপে এই প্রদর্শনীর আয়োজন বলে জানান এবিআইডি।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment