|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Real Estate Development through RERA

রেরার মাধ্যমে উন্নয়ন রিয়েল এস্টেট
প্রথমবারের জন্য এদেশে চালু হয়ছে গৃহ পরিদর্শন পরিষেবা। উন্নয়নে ভর করে সমাজ এখন আধুনিকতার পথে।বর্তমান সময়ে রিয়েল এস্টেটে ছড়িয়ে গেছে উত্তর থেকে দক্ষিন। রিয়েল এস্টেট নিয়ন্ত্রন ও উন্নয়ন আইন রেরা (২০১৬) মাধ্যমে এই ব্যাবসাকে আরো এগিয়ে নিয়ে যাবে। ২৮ এপ্রিল বেঙ্গল চেম্বার অফ কমার্সে এমএসিজে উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় এই নতুন আইন নিয়ে আলোচনা হয়। এই আইনের মাধ্যমে আবাসন নির্মানকারী ও ক্রেতা দুপক্ষই লাভবান হবে বলে বিশেষঞ্জরা মনে করেন। এই সভায় উপস্হিত ছিলেন ক্রেডাই সভাপতি নন্দু বেলানি,ইমামি সিএফও গিরিজা চৌধুরি,মাল্টিকন গোষ্ঠীর চেয়ারম্যান দিলীপ সিং মেহতা,এনআরআই ভাইস প্রেসিডেন্ট দেবযানী মূখার্জী, এমএসিআই ডিরেক্টর মহেন্দ্র সুরেকা,জেএস গ্রুপ কমল প্রকাশ,ইউ এস কনসুলেট জেনারেল ক্র্যাগ হল,গ্লোবাল সিইও বিল রেডফার্ন। ২০০০ সাল নাগাদ বায়ারস চয়েস হোম ইন্সপেকসন নামে সংস্হাটি পথ চলা শুরু করে। বিশ্বের ১৯টি দেশে ২০০টি ফ্র্যাঞ্চাইজি রয়ছে তাদের। আমেরিকায় ৫ ডলারের বেশি বাজার ধরে রেখেছে এই পরিষেবা। ইতিমধ্যে নিউটাউনের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে উৎসব আগরওয়াল এবং টালিগঞ্জের অভিজিৎ নাহা ও তার স্ত্রী রিয়া এই ফ্র্যাঙঞ্চাইজি নিয়েছে।


প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে