ফিরতি ডার্বি নিয়ে উদ্বিগ্ন বাগান কর্তারাঃ
১২ ফেব্রুয়ারির পর গঙ্গা পারের ২ ফুটবল ক্লাবের ফিরতি ডার্বি নিয়ে পারদ চরছে দুই শিবিরে। অনুর্ধ ১৯ যুব বিশ্বকাপের জন্য যুবভারতী বন্ধ,রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে নিরাপত্তার জন্য পুলিশ অনুমতি দেয়নি। এই পরিস্হিতিতে শিলিগুড়ি না হলে কটকে ডার্বির আয়োজন হতে চলেছে। কিন্তু স্হানীয় মহকুমা ক্রীড়া পরিষদ উৎসাহ না দেখানোয় কাঞ্চনজঙ্ঘায় ফিরতি ডার্বি হাতছাড়া হতে চলেছে। এই নিয়ে চাপানোতর তৈরি হয়ছে মোহনবাগান ও ক্রীড়া পরিষদের মধ্যে। ইষ্টবেঙ্গলের পর মোহনবাগান এবার পাহাড়ের মাঠে ডার্বি করতে চায়। যদিও ক্রীড়াপরিষদের সঙ্গে বাগান কর্তাদের এখনও চূড়ান্ত আলোচনা হয়নি। তবে দুপক্ষ চায় শিলিগুড়িতে ফিরতি ডার্বি হোক। এখন দেখার ডার্বি হাতছাড়া হলে হতাশ হবেন উত্তরবঙ্গের ফুটবলপ্রেমীরা।
১২ ফেব্রুয়ারির পর গঙ্গা পারের ২ ফুটবল ক্লাবের ফিরতি ডার্বি নিয়ে পারদ চরছে দুই শিবিরে। অনুর্ধ ১৯ যুব বিশ্বকাপের জন্য যুবভারতী বন্ধ,রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে নিরাপত্তার জন্য পুলিশ অনুমতি দেয়নি। এই পরিস্হিতিতে শিলিগুড়ি না হলে কটকে ডার্বির আয়োজন হতে চলেছে। কিন্তু স্হানীয় মহকুমা ক্রীড়া পরিষদ উৎসাহ না দেখানোয় কাঞ্চনজঙ্ঘায় ফিরতি ডার্বি হাতছাড়া হতে চলেছে। এই নিয়ে চাপানোতর তৈরি হয়ছে মোহনবাগান ও ক্রীড়া পরিষদের মধ্যে। ইষ্টবেঙ্গলের পর মোহনবাগান এবার পাহাড়ের মাঠে ডার্বি করতে চায়। যদিও ক্রীড়াপরিষদের সঙ্গে বাগান কর্তাদের এখনও চূড়ান্ত আলোচনা হয়নি। তবে দুপক্ষ চায় শিলিগুড়িতে ফিরতি ডার্বি হোক। এখন দেখার ডার্বি হাতছাড়া হলে হতাশ হবেন উত্তরবঙ্গের ফুটবলপ্রেমীরা।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment